নির্বাচনবাংলাদেশ

জিএম কাদের কি শেষপর্যন্ত নির্বাচনে টিকছে না?

নির্বাচনে থাকা না থাকার প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, ‘সেটা নির্বাচন আসা পর্যন্ত আমরা এখনই তো বলতে পারছি না। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আপ টু দ্য লাস্ট (আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে)।’

জাতীয় পার্টি (জাপা) শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না, সে বিষয়ে জানতে অপেক্ষা করতে বলেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রংপুরে সোমবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

গত ১৭ ডিসেম্বর নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি ওই দিন জানান, ২৮৩টি আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন জাপার প্রার্থীরা।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাপার প্রার্থীদের সরে দাঁড়ানো এবং দলটি শেষ পর্যন্ত ভোটে থাকবে কি না, তা বছরের প্রথম দিনে জানতে চান সাংবাদিকরা।

জবাবে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘অনেক দলীয় প্রার্থী শেষ পর্যন্ত (নির্বাচনে) থাকেন না। যদি ৩০০ আসনে প্রার্থিতা করা হয়, অনেক সময় অনেক প্রার্থী শেষ পর্যন্ত থাকেন না। ডিক্লেয়ার (ঘোষণা) দিয়ে কেউ যান, কেউ এমনি চলে যান। কেউ এমনি বসে যান।

‘যেকোনোভাবেই হোক, সবসময় এটা হয়। এবার হয়তো এটাকে বেশিভাগে কালার করা হয়েছে, তবে আমার একটা নির্দেশ ছিল সবার কাছে, এখনও আছে। যারা (নির্বাচন) করতে চান না, আমি তো তাদের জোর করে করাব না।’

নির্বাচনে থাকা না থাকার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা নির্বাচন আসা পর্যন্ত আমরা এখনই তো বলতে পারছি না। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আপ টু দ্য লাস্ট (আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে)।’

৩ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
অভিনেতা জয় ও মিষ্টি জান্নাতের চুমুর দৃশ্য কোথায়? বামন চিনি পৈতে প্রমাণ/ বামনী চিনি কি করে বাইডেন ও তার স্ত্রী সম্পদের পরিমাণ কত বিশ্বের শীর্ষ ১০ ধনকুবের, দুবাইয়ে তাদের সম্পদ অভিনেত্রী কঙ্গনার যে বিপুল সম্পদ ডোনাল্ড লু বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালো আইপিএল নিলাম তালিকায় মাহমুদউল্লাহ, নেই সাকিব