বাড়ি বাংলাদেশ খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

2
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের পক্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এ চিঠি পৌঁছে দেন।

আজ রোববার রাতে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) ভাই শামীম এস্কান্দার অসুস্থ থাকায় বিজন কান্তি এ চিঠি মন্ত্রণালয়ে পৌঁছে দেন। মন্ত্রীর এপিএস আসাদুজ্জামান চিঠি গ্রহণ করেছেন।’

আজ উত্তরায় এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। সব ডাক্তার তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেছেন।

কিন্তু, এরা তাকে বাইরে চিকিৎসা করাতে দিতে চায় না। কারণ, দেশনেত্রীকে তারা ভয় পায়। যদি উনি আবার বেরিয়ে আসেন, আবার রাজপথে নামেন তাহলে হ্যামিলনের বংশীবাদকের মতো লাখ লাখ মানুষ নামবে, তখন তাদের তখতে তাউস উড়ে চলে যাবে।’

দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। দেশে করোনা সংক্রমণের শুরুতে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের বাসায় অবস্থান করছেন।

গতকাল শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে এবং দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াবে।’

বাংলা ম্যাগাজিন /এসকে