বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চলছে , সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে সিটিটিসি

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চলছে , সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে সিটিটিসি

0
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চলছে সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে সিটিটিসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখার আড়াই ঘণ্টা পর অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এদিকে জেলার মদনপুরে জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে সিটিটিসি। সেখানেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সিটিটিসির উপকমিশনার আব্দুল মান্নান জানান, বাড়িটিতে অভিযান শুরু করা হয়েছে। এর আগে রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আবদুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযানে যান কর্মকর্তারা।

এর আগে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে রবিবার বিকালে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই আড়াইহাজারের ওই বাড়িতে অভিযান চালানো হচ্ছে। সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।’

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, ‘গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসার পাশে ওই বাড়িতে অভিযান চলছে।’