বাড়ি রাজনীতি আওয়ামী লীগ বিএনপির অনেকে সিদ্ধান্ত নিয়েছেন,খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসবেন

বিএনপির অনেকে সিদ্ধান্ত নিয়েছেন,খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসবেন

0
বিএনপির অনেকে সিদ্ধান্ত নিয়েছেন খালেদা তারেককে বাদ দিয়ে নির্বাচনে আসবেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘বিএনপির নেতার ঠিক নেই, ভোটারও ঠিক নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে কারাদণ্ডপ্রাপ্ত আসামি আর তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পলাতক। দলের নেতা যদি ঠিক না থাকে তাহলে ভোটার কি ঠিক থাকবে? তাই তারা ভয় পায় যে নির্বাচনে ভরাডুবি হবে।’

আব্দুর রহমান বলেন, ‘আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা সবাইকে আহ্বান জানিয়েছেন। তারা বলছে, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, হতেও দেবেন না। তারা রাজপথে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করছে।

আপনারা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। সেখানে কোনো বাধা নেই। তবে জনগণের জানমাল বিনষ্ট করার কর্মসূচি মানুষের দুর্ভোগের কর্মসূচি যদি দেন ছাত্রলীগের একটা কর্মী বেঁচে থাকতে আমরা সে সহিংস আন্দোলন হতে দেব না।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।তিনি বলেন, ‘বিএনপির দুই উইকেট পড়েছে। অলি আহমেদ ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে। আর জামায়াত তাদের তালাক দিয়ে দিয়েছে। বিএনপির অনেক নেতা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, খালেদা-তারেককে বাদ দিয়েই তারা নির্বাচনে আসবেন।’

সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সাবেক জিএস আব্দুর রহমান প্রমুখ।

বাংলা ম্যাগাজিন /এসকে