ঘূর্ণিঝড় রিমালে জরুরি সহযোগিতা

 

কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর
ক্রিকেটখেলা

তিন ফরম্যাটেই শান্ত অধিনায়ক, গাজী আশরাফ প্রধান নির্বাচক

সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। বিকেল থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সাংবাদিকদের বিসিবি প্রেসিডেন্ট ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘অধিনায়ক নির্বাচনে সময় বেশি লেগেছে। আজকে বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শান্তকে, নাজমুল হোসেন শান্তকে এই বছরের জন্য অধিনায়ক নির্বাচন করেছি।’

আগামী মাসে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর দিয়ে অধিনায়কত্বের নতুন সাইনমেন্ট শুরু করবেন নাজমুল হোসেন শান্ত।

সাকিব আল হাসানের চোটে বিশ্বকাপেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেও অধিনায়ক ছিলেন এই তরুণ। চৌকশ নেতৃত্বে নজরও কাড়েন সবার। তখন থেকেই গুঞ্জন তিনিই হতে যাচ্ছেন স্থায়ী অধিনায়ক।

সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান করে তিন সদস্যের নতুন নির্বাচক প্যানেলেরও ঘোষণা দেন বিসিবি সভাপতি।

 

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
এমপি আনার হত্যাকাণ্ডে ‘হানি ট্র্যাপ’ শিলাস্তি রহমান ‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো