ক্রিকেটখেলা

খেলা ছেড়ে দিচ্ছে সাকিব আল হাসান

চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। যে কারণে চলতি বিপিএলে কিছুদিন ধরে বোলারের ভূমিকাতেই দেখা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। রংপুর রাইডার্সের গত দুই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি তিনি। ব্যাট হাতে কবে ফিরবেন সাকিব? আদৌ কি ফিরতে পারবেন? এমন প্রশ্নের জবাবে সাকিবের শৈশবের গুরু এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন, ‘ব্যাটিংয়ে ফিরতে না পারলে ক্রিকেটই ছেড়ে দেবে সাকিব।’

গত ২৮শে জানুয়ারি নেট অনুশীলনের সময় কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে দেখা যায় সাকিবকে। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লার জয়ের পর দলটির কোচ সালাউদ্দিনকে সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, সেসব নিয়ে প্রশ্ন করা হয়। সালাউদ্দিন বলেন, ‘সাকিব আর আমি বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। ক্রিকেট নিয়ে খুব কম কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী, সমাধান কী- এসব নিয়েই চিন্তা বেশি করি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। আর যে কথা হয়েছে সেটা আসলে আমার খোলামেলাভাবে আলোচনা করা ঠিক না।’

সালাউদ্দিন যেহেতু ভেতরের কথা বলতে চাইলেন না, তার কাছে একটু ঘুরিয়ে জানতে চাওয়া হলো- সাকিব কি ব্যাটিংয়ে ফিরতে পারবেন? তার অবস্থাটা আসলে কী? জবাবে কৌশলী উত্তর দেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘যদি সে (সাকিব) ব্যাটিংয়ে ফিরতে না পারে, তাহলে তো আর ক্রিকেটই খেলবে না। যদি নাই ফিরতে পারে, তবে তো ক্রিকেট খেলবে না। ফিরতে পারবে বলেই সে এখনো মাঠে আছে আমি মনে করি।’

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
অভিনেতা জয় ও মিষ্টি জান্নাতের চুমুর দৃশ্য কোথায়? বামন চিনি পৈতে প্রমাণ/ বামনী চিনি কি করে বাইডেন ও তার স্ত্রী সম্পদের পরিমাণ কত বিশ্বের শীর্ষ ১০ ধনকুবের, দুবাইয়ে তাদের সম্পদ অভিনেত্রী কঙ্গনার যে বিপুল সম্পদ ডোনাল্ড লু বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালো আইপিএল নিলাম তালিকায় মাহমুদউল্লাহ, নেই সাকিব