আইন-আদালত

নাশকতা মামলায় আটক কারাবন্দি শ্রমিকদল নেতার মৃত্যু 

রাজধানীর পল্টন থানায় একটি নাশকতা মামলায় আটকের পর বিনা বিচারে কাশিমপুর কারাগারে আটক থাকা মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান কাজল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, কাজল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে হৃদরোগ হাসপাতালে ভর্তি করে। এরপর আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিহিত করে কাজলের নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও উপযুক্ত বিচার দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

উল্লেখ্য, ২৮শে অক্টোবর মহাসমাবেশের পণ্ড হওয়ার গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত দুই মাসে কারাগারে কাজলসহ সাতজন বিএনপি নেতা মারা গেছেন।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো Bangladeshi mountaineer Babar Ali climbs Mount Everest