বাড়ি Bangla News বিএনপি নয় সরকার এখন হরতাল-ধর্মঘট করছে: রিজভী

বিএনপি নয় সরকার এখন হরতাল-ধর্মঘট করছে: রিজভী

0
2022 10 26 114334

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল- তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও তাদের (সরকারের) বুক কাঁপে না। খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে

সে সভায় মানুষ যাতে আসতে না পারে সেজন্য সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে।’সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’

খুলনার জনসভায় যোগ দিয়ে ফিরে আসার সময় তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দেখতে এসেছেন।মোংলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত সানা,  যুবদলকর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে এদিন সন্ধ্যায় বটতলায় আসেন রিজভী।

এসময় তার সাথে ছিলেন, মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, সদস্য সচিব এম এ কাশেম, বিএনপি নেতা মো. আলাউদ্দিন  বাবলু ভূঁইয়া ও আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।