বাড়ি প্রবাস ইউরোপ গ্রিসের এথেন্সে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবতীকে ছুরিকাঘাতে হত্যা

গ্রিসের এথেন্সে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবতীকে ছুরিকাঘাতে হত্যা

0
গ্রিসের এথেন্সে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবতীকে ছুরিকাঘাতে হত্যা

গ্রিসের এথেন্সে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবতীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় দিনের আলোতে এ ঘটনা ঘটেছে। গ্রিসের অনলাইন প্রোটোথিমা এ খবর দিয়ে জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার সামান্য পরে এ ঘটনা ঘটে এথেন্সের কিপসেলি এলাকায়। এ জন্য দায়ী করা হয়েছে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত যুবতীর পার্টনারের সঙ্গে আর্থিক মতবিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবু আট্টিকা সিকিউরিটি সাব-ডিরেক্টরেট এই হত্যার প্রাথমিক তদন্ত সম্পন্ন করছে।

নিহত যুবতীর পার্টনারের সঙ্গে আর্থিক বিবাদের কারণে ঘাতক তাকে হত্যা করেছে বলে দাবি করেছে। এদিন কিপসেলিতে ১০ টেনেদু স্ট্রিটে ওই যুবতীর সঙ্গে ঘাতকের সাক্ষাৎ হয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ধারালো কিছু দিয়ে সে ওই যুবতীকে অনেকবার আঘাত করে।

এতে তিনি মারাত্মক ইনজুরির শিকার হন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই যুবতী।রক্তে ভেসে যেতে থাকে তার চারপাশ। এম্বুলেন্সে করে তাকে রেড ক্রস হাসপাতালে নেয়া হয়। এর কয়েক ঘন্টা পরেই তিনি মারা যান।

বাংলা ম্যাগাজিন / এমএ