Bangla News

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলায় অস্ত্র প্রদর্শনকারী মনিরুজ্জামান ঢাকায় গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদারের ওপর হামলা, তাঁর গাড়ি ভাঙচুর ও অস্ত্র প্রদর্শনকারী মোস্তফা মনিরুজ্জামান ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, মনিরুজ্জামানের বিরুদ্ধে চেক জালিয়াতির তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার চেয়ারম্যানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর অস্ত্র হাতে মনিরুজ্জামানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাঁকে ধরতে তৎপর হয় পুলিশ।

গ্রেপ্তারের পর মনিরুজ্জামানকে ঢাকা থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতির তিন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মামলাগুলোতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

শুভ রঞ্জন চাকমা আরও বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মনিরুজ্জামানের স্ত্রী ফারজানা হক চৌদ্দগ্রাম থানায় এসে মনিরুজ্জামানের পয়েন্ট ২২ বোরের জামার্নির তৈরি রাইফেলটি জমা দেন। এরপর পুলিশ জুয়েলের অবস্থান জেনে তাঁকে গ্রেপ্তার করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় মনিরুজ্জামানকে প্রধান অভিযুক্ত করে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ সেটির তদন্ত করছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

ওই ঘটনার পর ফেসবুকে মনিরুজ্জামানের অস্ত্রের বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপরই তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কীভাবে মনিরুজ্জামান পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় রাইফেল হাতে নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করেন, তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে প্রাইভেট কারে নিজ গ্রাম মান্দারিয়াতে ফিরছিলেন ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

বেলা তিনটার দিকে নালঘর পশ্চিম বাজারে আসামাত্র তাঁর গতি রোধ করেন মোস্তফা মনিরুজ্জামানের নেতৃত্বে সাত থেকে আটজন। তখন শাহজালাল গাড়ি থেকে নেমে আত্মরক্ষার্থে একটি বাড়িতে আশ্রয় নেন। তখন তিনি বাঁ হাতে ও দুই পায়ে আঘাত পান। হামলাকারীরা চেয়ারম্যানের গাড়িতে হকিস্টিক দিয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে এলাকার বাসিন্দারা জড়ো হলে মনিরুজ্জামান পালিয়ে যান। তখন তাঁর হাতে রাইফেল ছিল।

আরও দেখুন
Back to top button
এমপি আনার হত্যাকাণ্ডে ‘হানি ট্র্যাপ’ শিলাস্তি রহমান ‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো Bangladeshi mountaineer Babar Ali climbs Mount Everest