বাড়ি অর্থ ও বাণিজ্য বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম

বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম

0
বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম

খুচরা বাজারে বেড়েই চলেছে খোলা সয়াবিন তেলের দাম। বাড়তি বোতলজাত সয়াবিনের দরও। তবে বাজারে কমেছে শীতের সবজির দাম। বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ৭ টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে।

দাম বেড়েছে সব ধরনের বোতলজাত সয়াবিন তেলের দাম।রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে প্রতিটি বাঁ’ধাকপি, ফুলকপি ও লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। দাম কমেছে বেগুন, মুলা ও পেঁপের। বেগুন মানভেদে ৪০ থেকে ৬০, মুলা ২৫ থেকে ৩০ আর পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। মাছের দামে স্বস্তি ক্রেতাদের। বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই।

কিছুটা ঝাল কমেছে কাঁচা ম’রিচের। বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। বাজারে গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে আদা, রসুন ও পেঁয়াজ। তবে কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি।