জাতীয় পার্টিরাজনীতি

জাপাতে ভাঙন: চুন্নু বললো, রওশন এটা করতে পারেন না

জাতীয় পার্টির (জাপা) নির্বাহী কোনো বিষয়ে প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রাজধানীর বনানীতে রোববার জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দলের নেতা-কর্মীদের একাংশের দ্বন্দ্ব ও পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রোববার এক মতবিনিময় সভায় রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন।

জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন, ‘…গত ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পল্লীবন্ধুর ৬৬৮ জন নেতা-কর্মী পার্টি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় বিরাট সংকট সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উল্লিখিত সংকট নিরসনে পার্টির নেতা-কর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রে ২০ (১) ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।

‘নেতা-কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মো. মামুনুর রশীদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম।’

এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব বলেন, ‘এক নেতা যদি বলে যে, আওয়ামী লীগের সভানেত্রীকে অব্যাহতি দেয়া হয়েছে, তাহলে কি এটা হলো? আমাদেরও যারা বলছেন, তারা কেউ দলের সাথে সম্পৃক্ত না। দলের সাথে সম্পৃক্ত না, পদ-পদবিতে নাই, গঠনতন্ত্রে নাই, তাহলে তারা কী বলল, এটা আমি কী করে নলেজে নেব?’

এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘উনি (রওশন এরশাদ) তো প্রধান পৃষ্ঠপোষক। উনার তো বলার সুযোগ নাই। আমি তো একটাই কথা বললাম।

‘উনি দলের প্রধান পৃষ্ঠপোষক। উনার দলের গঠনতন্ত্র নিয়ে, দলের কোনো এক্সিকিউটিভ (নির্বাহী) বিষয়ে উনার বলার কোনো সুযোগ নাই।’

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
এমপি আনার হত্যাকাণ্ডে ‘হানি ট্র্যাপ’ শিলাস্তি রহমান ‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো