এশিয়াপ্রবাস

বছরের প্রথম দিনে মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বছরের প্রথম দিনেই ১০৮ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অব্যাহত সাঁড়াশি অভিযানে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়লেন তারা। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়, এদিন দিনগত রাত ২টার দিকে জোহর উলু চোহর একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে ভিসাবিহীন ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।

জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে নির্মাণ শ্রমিকদের একটি ডরমেটরিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হন ১২০ জন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫০ এর মধ্যে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-এর অধীনে গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। পরে আদালতে হাজির করা হবে।

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
অভিনেতা জয় ও মিষ্টি জান্নাতের চুমুর দৃশ্য কোথায়? বামন চিনি পৈতে প্রমাণ/ বামনী চিনি কি করে বাইডেন ও তার স্ত্রী সম্পদের পরিমাণ কত বিশ্বের শীর্ষ ১০ ধনকুবের, দুবাইয়ে তাদের সম্পদ অভিনেত্রী কঙ্গনার যে বিপুল সম্পদ ডোনাল্ড লু বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালো আইপিএল নিলাম তালিকায় মাহমুদউল্লাহ, নেই সাকিব