কাজী শোয়েব শাবাবের কবিতা

কবি পরিচিতি:
কাজী শোয়েব শাবাব। জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৯১। জন্মস্থান: নজিপুর, নওগাঁ। প্রকাশিত কবিতার বই: এলুমিনিয়াম চাঁদ (২০১৮), আইডেন্টিটি ক্রাইসিস (২০২০), শোভন সংস্করণ (২০২৪)।
সম্পাদনা: উত্তরা এক্সপ্রেস।

কাজী শোয়েব শাবাবের কবিতা

কালো একটা রং

ঘাসের সবুজ পিষে তেড়ে এসে দাঁড়িয়েছে ডার্ক হ্যারিয়ার।
বাতাসে নেশামেশা পেট্রলপোড়া ঘ্রাণ।
গাড়ির দরজা খুলে বেরোলো যে মেয়ে
তার ঠিকরে বেরোনো সৌন্দর্যের পাশে
তাবৎ দৃশ্য ব্লার হয়ে আসে
দেবে যেতে থাকে পিছে বৌদ্ধবিহার!

কালো একটা রং
খুঁজে না পেলে চোখ বন্ধ করতে হয়।

দৃষ্টিকোণ

আকাশটা কী সুন্দর!
দেখতে যেমন বালুচর।
—না না তুলা।
—নাহ্, মনে হচ্ছে ফ্রিজে জমাট বরফের স্তর।

উদ্বাস্তু

নিপার নদীতে ডুব দিয়েছিল ভেরোনিকা
পুণ্যস্নানে শুভ প্রার্থনা সেরে
জল থেকে উঠে দেখে কিসের কি বোধোদয়
বেদখল হয়ে গেছে,
পায়ের তলার মাটি আর তার দেশ নয়!

ছুটতে ছুটতে ভাবে—
পালিয়ে কোথায় যাবে, কতদূর যাবে?
পেছনে তাকালে সব ধ্বংসস্তূপ!
প্রাণভয়, আরও ভয়, আরও সংশয়
অস্ত্রের মুখে ভিটামাটি ছেড়ে—
হঠাৎ এভাবে উদ্বাস্তু হতে হয়!

অগ্নিপরীক্ষা

ইটের ওপর আগুন ফেলে পিষছ কেন?
ও তো পুড়েই এসেছে
আর কত পোড়াবে!

হাতির ঝিলে

রাস্তার দুইধারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
দেখে মনে হয়— লেজ চ্যাপটা সি ক্রেইট।

ব্রিজে উঠলেই ব্ল্যাক অ্যান্ড ইয়েলো
ব্যান্ডেড ক্রেইট দুটা দুইপাশে চললো।

Exit mobile version