বাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ফেসবুক ফিলিস্তিনপন্থী পোস্ট মুছে দিচ্ছে: এইচআরডব্লিউ’র রিপোর্ট

ফেসবুক ফিলিস্তিনপন্থী পোস্ট মুছে দিচ্ছে: এইচআরডব্লিউ’র রিপোর্ট

0
ফেসবুক ফিলিস্তিনপন্থী পোস্ট মুছে দিচ্ছে এইচআরডব্লিউ র রিপোর্ট

ফিলিস্তিনিপন্থী পোস্ট ও ছবি মুছে ফেলছে ফেসবুক। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মধ্যেই ফেসবুকের মূল কোম্পানি মেটার এই পক্ষপাতিত্ব উঠে আসলো।

এইচআরডব্লিউ জানিয়েছে, মেটা এরইমধ্যে ফিলিস্তিনের পক্ষে লেখা শত শত পোস্ট মুছে দিয়েছে। তাদের ‘ত্রুটিপূর্ণ’ মডারেশন পলিসির কারণে ফেসবুকে ফিলিস্তিনের পক্ষ নেয়া কঠিন হয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থাটির একজন পরিচালক ডেবোরাহ ব্রাউন বলেন, ফিলিস্তিনিরা যখন অকথ্য নৃশংসা ও দমনপীড়নের মধ্য দিয়ে যাচ্ছে তখন মেটার এ ধরণের সেন্সরশিপ শুধুমাত্র তাদেরকে আরও আহত করবে। সোশ্যাল মিডিয়া নানা অপরাধের প্রমাণ রাখার জন্য জরুরি। মেটার এই সেন্সরশীল ফিলিস্তিনিদের কষ্টকে আরও বৃদ্ধি করছে।

এইচআরডব্লিউ জানিয়েছে, তারা ৬০টি দেশে এ ধরণের এক হাজারের বেশি ঘটনা নথিভুক্ত করেছে। শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে লেখা পোস্টও মুছে দেয়া হয়েছে। শুধুমাত্র মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়া অনেক পোস্টও মুছে দিয়েছে ফেসবুক।

আবার ফিলিস্তিনিদের নিহত কিংবা আক্রান্ত হওয়ার খবরও মুছে দিচ্ছে সোশ্যাল মিডিয়াটি। যারা ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে তাদের আইডির এনগেজমেন্ট কমিয়ে দেয়া হচ্ছে।