ক্রিকেটখেলা

রুদ্ধশ্বাস লড়াই, পাকিস্তানকে হারাল ভারত

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নিজেদের চির প্রতিপক্ষকে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।মাঝারি টার্গেটে খেলতে নেমে সহ-অধিনায়ক লোকেশ রাহুলকে হারিয়ে শুরুতেই খানিকটা ধাক্কা খায় ভারত। এরপর বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক কাপ্তান বিরাট কোহলি মিলে টালটা অনেকটাই সামলে নিয়েছেন।

৪৬ বলে কোহলি-রোহিতের ৪৯ রানের জুটি ভারতকে ম্যাচে অনেকটা থিতু করে। রোহিতের পর জাদেজা-কোহলির জুটিটা দীর্ঘ হয়নি। খানিকটা চাপে পড়ে ভারত।৩৪ বলে ৩৫ রান করে কোহলি ফিরলেও এক পাশ আগলে রাখেন রবীন্দ্র জাদেজা। তিনি সূর্যকুমার যাদবকে নিয়ে গড়েন ৩১ বলে ৩৬ রানের জুটি। নাসিমের বলে সূর্য ফিরলেও চলতে থাকে রবির কিরণ। হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে পাকিস্তানি বোলারদের তিনি সামলে নিতে থাকেন দারুণ দক্ষতায়।

বলতে গেলে হার্দিক-জাদেজার ২৯ বলে ৫২ রানের ঝড়ো জুটিই ভারতে অনেকটা জয়ের বন্দরে পৌঁছে দেয়। তবে শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নওয়াজের বলে ঘায়েল হন জাজেদা। রীতিমতো চাপে পড়ে ভারত। গ্যালারিতে নামে বিষন্নতা, অনেকে হয়তো ভেবেওছিলেন তীরে এসেই হয়তো বাবর আজম সেনাদের তোলা ঝগড়ে ডুবছে ভারতের তরী।

তবে না, শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। হার্দিক পান্ডিয়ায় লম্বা ছক্কায় দুই বল হাতে রেখেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় ভারত। যদিও পাকিস্তানি বোলাররাও ভারতকে মোটেও ছেড়ে কথা বলেনি।প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দলকে ১৪৮ রানের টার্গেট দিয়েছিল বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ইফতেখার আহমেদ করেন ২৮ রান।

এছাড়া কোন পাকিস্তানি ব্যাটারই ২০-এর ঘর ছাড়াতে পারেননি।বল হাতে ভারতের হয়ে চার উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, আর ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

আরও দেখুন
Back to top button
‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো Bangladeshi mountaineer Babar Ali climbs Mount Everest