ক্রিকেটখেলা

বাবর ও ফখর জামানকে হারালো পাকিস্তান

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারালো পাকিস্তান। বাবর আউট হওয়ার আগে ৯ বলে ১০ রান করেন।

এই রান করতে দু’টি চারের মার খেলেন তিনি।ভুবনেশ্বরের বাউন্সার পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।অপরদিকে, উইকেটে থিতু হওয়ার আগেই ফখর জামানকে বিদায় করেন আভেশ খান।

ফখর জামান ৬ বলে ১০ রান করে আউট হন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬.১ ওভার শেষে ২ উইকেটে ৪৪ রান।এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের একাদশে ঋষভ পন্থের জায়গায় আছেন দীনেশ কার্তিক। অন্যদিকে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হলো নাসিম শাহর।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

আরও দেখুন
Back to top button
‘Pushpa 2’ is coming to Bangladesh in Hindi ইব্রাহিম রাইসি যেভাবে ৫০০০ মানুষকে হত্যা করেছিলো Bangladeshi mountaineer Babar Ali climbs Mount Everest