শিক্ষাঙ্গন

বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস নেয়া হবে

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহের পাঁচ দিন পূর্ণদিবস ক্লাস হবে।

বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস ক্লাস নেয়া হবে।সোমবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেনতিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শুক্র ও শনিবার দুইদিন বন্ধ থাকবে। বর্তমানে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সপ্তাহে শুক্র ও শনিবার ক্লাস বন্ধের বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছিলো।

তবে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ক্লাসের সময় পরিবর্তন করা হচ্ছে না।

বাংলা ম্যাগাজিন /এনএইচ

আরও দেখুন
Back to top button
Bangladeshi mountaineer Babar Ali climbs Mount Everest সাঁতারের নিষিদ্ধ পোশাকে নারীদের ফ্যাশন শো সৌদিতে অভিনেতা জয় ও মিষ্টি জান্নাতের চুমুর দৃশ্য কোথায়?