বাড়ি খেলা আজই একসঙ্গে খেলবেন মেসি-নেইমার-এমবাপ্পে

আজই একসঙ্গে খেলবেন মেসি-নেইমার-এমবাপ্পে

0
আজই একসঙ্গে খেলবেন মেসি নেইমার এমবাপ্পে

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের আজকের প্রতিপক্ষ লিলে। এবারের লিগে এটি তাদের তৃতীয় ম্যাচ। বাংলাদেশ সময় আজ (রবিবার) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।আগের দুই ম্যাচই জয় পেয়েছে পিএসজি।

তবে পিএসজি এক ম্যাচ কম খেলায় পয়েন্ট তালিকায় তাদের চেয়ে এগিয়ে আছে মার্শেই ও লেন্স। এমবাপ্পে-নেইমার ইস্যু নিয়ে বেশ কদিন ধরেই অস্থিরতা বিরাজ করছিল পিএসজি শিবিরে। লিলের বিপক্ষে ম্যাচের আগেই সেই ঝামেলা মিঠে গেছে বলে দাবি করছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়েরের।পিএসজি কোচ বলেন, ‘পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোনো সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারত। সপ্তাহজুড়েই আমরা বেশ ভালো কাজ করেছি।

দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।

লিগ ওয়ানের সাবেক চ্যাম্পিয়ন লিলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোসরা।

বাংলা ম্যাগাজিন /এনএইচ