বাড়ি এক্সক্লুসিভ আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ

আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ

0
আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবার রাতে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এশার নামাজের সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের উত্তর-পশ্চিমে একটি বিস্ফোরণ হয়েছে।

একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ৩৫ জনের মতো আহত বা নিহত হয়ে থাকতে পারে। এ সংখ্যা আরো বাড়তে পারে।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে যাতে আশেপাশের ভবনগুলোর জানালার কাচ ভেঙে যায়।

কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন বিশিষ্ট আলেম নিহত হওয়ার এক সপ্তাহ পরেই এই হামলা ঘটল। এর পেছনে কারা আছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। আগের হামলাটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ।নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। কাবুলের জরুরি সেবা হাসপাতাল টুইট করেছে যে, বিস্ফোরণে ২৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন সাত বছর বয়সীসহ ৫টি শিশু ছিল।