এক্সক্লুসিভএশিয়াবিশ্ব সংবাদ

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। গত মাস থেকে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎবিভ্রাটের মধ্যে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই পদত্যাগের ঘটনা ঘটল।রাজধানী কলম্বোতে বিক্ষোভকারীদের সঙ্গে শাসক রাজাপক্ষে পরিবারের সমর্থকদের সহিংস সংঘর্ষের পর পুরো দেশজুড়ে কারফিউ জারি করা হয়। 

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমে এর আগে খবর প্রচারিত হয়েছিল, মাহিন্দার ভাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার অনুরোধ করেছেন। মাহিন্দা এই খবরের সত্যতা নাকচ করে দিয়েছিলেন।কলম্বোতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দপ্তরের সামনে সহিংসতার কারণে পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সংঘর্ষে কমপক্ষে রাজধানীতে ৭৮ ব্যক্তি আহত হয় বলে স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে।

Back to top button