বাড়ি অপরাধ ভুয়া এএসপির প্রতারণার ফাঁদে তরুণীরা

ভুয়া এএসপির প্রতারণার ফাঁদে তরুণীরা

1
ভুয়া এএসপির প্রতারণার ফাঁদে তরুণীরা

নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পরিচয় দিতেন গাজীপুরের যুবক রাজ আল আবির। ভুয়া এই পরিচয়ে তরুণীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন তিনি। এরপর ঘনিষ্ঠ হয়ে গোপনে ছবি ভিডিও করে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করতেন। গত দেড় বছরে অন্তত ১০ জন তরুণীর পরিবারের কাছ থেকে তিনি কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।গত সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে আবির ধরা পড়ার পর এসব তথ্য বেরিয়ে এসেছে।

রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় ১৫ হাজার টাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন আবির। সেখানকার স্থানীয় লোকজন তাঁকে এএসপি হিসেবে জানতেন। যে ফ্ল্যাটে তিনি থাকতেন, সেখানে কিছুদিন পরপর স্ত্রী পরিচয়ে তরুণীদের নিয়ে আসতেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে আশপাশের লোকজন তা ডিবিকে জানান।

ডিবির একজন কর্মকর্তা জানান, আবিরের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের নিশ্চিতপুর গ্রামে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার কথা তিনি জিজ্ঞাসাবাদে বলেছেন।ডিবি জানায়, লেখাপড়া শেষ করে চাকরির জন্য খুব একটা চেষ্টা করেননি আবির। একপর্যায়ে সিদ্ধান্ত নেন এএসপি পরিচয় দিয়ে কিছু করার। সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে প্রথমে পুলিশের কাছে যায়। এই সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আয়ের বিষয়টি তাঁর মাথায় আসে।

আবিরের প্রতারণার শিকার তিন তরুণীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ডিবি। ওই তিন তরুণীর পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এর মধ্যে চট্টগ্রামের এক তরুণীর কাছ থেকে ৫ লাখ, কক্সবাজারের এক তরুণীর কাছ থেকে ৩ লাখ ও বরিশালের এক তরুণীর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রামের তরুণী খুলশী থানায় প্রতারণার অভিযোগ এনে গত মঙ্গলবার আবিরের বিরুদ্ধে মামলা করেছেন।

আবিরের প্রতারণার শিকার চট্টগ্রামের এক ব্যবসায়ীর মেয়ে জানান, গত বছরের আগস্টে ইমো অ্যাপের মাধ্যমে আবিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর সূত্র ধরে এক মাস পর তাঁকে ঢাকায় নিয়ে আসেন আবির। আইনজীবী পরিচয়ধারী এক ব্যক্তির বাসায় নেওয়া হয় তাঁকে। একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বলা হয়, তাঁদের বিয়ে হয়েছে। গাড়ি কেনার জন্য তাঁদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন আবির। এখন বুঝতে পারছেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

ডিবি জানায়, আবির পুরোনো একটি গাড়ি ব্যবহার করতেন। সেই গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগানো থাকত। সব সময় নিজের সঙ্গে পিস্তলের মতো দেখতে একধরনের লাইটার রাখতেন তিনি। এ ছাড়া পুলিশের আচরণ, শরীরী ভাষা, কিছু আইনকানুন জানা—এসবও আয়ত্ত করেছেন।বিভিন্ন আইনের বই পড়ে তিনি এ বিষয়ে পারদর্শিতা অর্জন করেন। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলসদৃশ লাইটার দেখতে আসল পিস্তলের মতো। ওই পিস্তল সঙ্গে নিয়ে তিনি চলাফেরা করতেন, মানুষকে ভয় দেখাতেন।

ডিবি আবিরের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৯টি এটিএম কার্ড ও এএসপি নামধারী ৩০টি ভিজিটিং কার্ড উদ্ধার করেছে। ডিবির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বাংলা ম্যাগাজিনকে বলেন, জিজ্ঞাসাবাদে আবির বলেছেন, তরুণীদের ফাঁদে ফেলার পাশাপাশি মাদক কারবারিদের ধরে এনে মামলার ভয় দেখাতেন তিনি। তাদের কাছ থেকেও টাকা আদায় করতেন। জমি ও ফ্ল্যাটের বিরোধ মেটানোর নাম করে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। আর এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য কিনতেন।