বাড়ি আইন-আদালত মুনিয়ার আত্মহত্যায় আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

মুনিয়ার আত্মহত্যায় আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

1
মুনিয়ার আত্মহত্যায় আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

মুনিয়ার আত্মহত্যায় আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ । কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলায়  সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। সায়েম সোবহান আনভীর হল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এই মামলাটিতে গুলশান থানা পুলিশ আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে । গত ১৯ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এ প্রতিবেদন দাখিল করেন।

এর আগে ২৯ এপ্রিল শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার (২১) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

আনভীরের পক্ষে আদালতে শুনানি করবেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন।

উল্লেখ্য যে গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে ওই তরুণীর লাশ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় সায়েম সোবহান আনভীর। বসুন্ধরার এই শীর্ষ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও আজ তিনি আগাম জামিন আবেদন করলেন।

নিয়ম অনুযায়ী আগাম জামিন করতে হলে আসামিকে সশরীরে আদালতে হাজির হতে হয়। ঘটনার দিন রাতেই আনভীরের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে গুলশান থানায়। মামলাটি করেছেন মুনিয়ার বোন নুসরাত।