বাড়ি বিশ্ব সংবাদ প্রায় দুই সপ্তাহ পর অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

প্রায় দুই সপ্তাহ পর অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

0
প্রায় দুই সপ্তাহ পর অবশেষে বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইডেনের জয় নিশ্চিত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তাকে এই বার্তা পাঠালেন চীনা প্রেসিডেন্ট।

বুধবার পাঠানো এই বার্তায় তিনি বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে সৌহার্দপূর্ণ এবং স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন। একই দিন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিসকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইসান।

শি জিনপিং তার বার্তায় বলেন, দুই দেশেরই উচিত ‘কোনো সংঘাত বা মোকাবেলায় জড়িয়ে না পড়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিজয়ী সহযোগিতার স্পৃহা নিয়ে কাজ করা, যাতে বিশ্ব শান্তি ও উন্নয়নকে’ এগিয়ে নিয়ে যাওয়া যায়।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জো বাইডেনের বিজয় সুনিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম। এরপরই বিশ্বনেতারা বাইডেনকে শুভেচ্ছা জানান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখোনো বাইডেনকে স্বীকৃতি দিয়ে অভিনন্দন জানাননি।