জাতীয়

আপনারা কেউ কি পারবেন নিজের বাবা-মা’র হত্যাকারীর সাথে বসে সংলাপ করতে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা কেউ কি পারবেন নিজের বাবা-মা’র হত্যাকারীর সাথে বসে সংলাপ করতে? তারপরও দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তাদের সাথে সংলাপে বসেছিলাম। সংলাপ করে লাভ কি? তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছেন ? শেখ হাসিনা বলেন ‘এমন কোনো চাপ নেই- যা শেখ হাসিনাকে দিতে পারে। এমন অনেক চাপই-তো ছিল। দেশ বিদেশ থেকে এতো টেলিফোন, একজন লোককে একটি ব্যাংকের এমডি করে রাখতে হবে। কারণ এমডি হিসেবে থাকলে মানি লন্ডারিং করা যায়। গরীবের রক্ত চুষে খাওয়া যায়, এ কারণে। সে চাপও তো পার করে আসলাম।’

তিনি বলেন, ‘তার ৭০ বছর বয়স হয়েছে। ৭০ বছর বয়সে তাকে কিভাবে একটি বাংকের এমডি করে রাখা হবে?’ সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে – আসছে নির্বাচনে আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের চাপ আসছে কি না?- এমন প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার বক্তব্যে সম্প্রতি কাতার সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন,  এর আগে অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি কি উত্তর দেব জানি না। তবে আমার একটি প্রশ্ন আছে। তিনি একজন নোবেল বিজয়ী মানুষ। তার জন্য এই ৪০ জনের নাম খয়রাত করে এনে বিজ্ঞাপন দিতে হবে কেন? তা-ও আবার বিদেশি পত্রিকায়। এই যে প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন কেন দিতে হলো?

আমাদের দেশের একটি আইন আছে। সেই আইন অনুযায়ী সব চলবে এবং সব চলে।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমরা শ্রমিকদের অধিকার সংরক্ষণ করি। তারা ট্যাক্স ঠিকমতো দেয়,সেটা আলাদা বিভাগ আছে। ট্যাক্স আদায় করে। কেউ যদি এখন এ সমস্ত বিষয়ে কোনো রকম আইন ভঙ্গ করে বা শ্রমিকদের কোনো অধিকার কেড়ে নেয়, শ্রম আদালত আছে- সেটা দেখে।

এই বিষয়ে আমারতো কোনো কিছু করার নেই- সরকার প্রধান হিসেবে। সেইখানে আমাকেই কেন বলা হলো। এর বাইরে আমি আর কি বলব?’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

বাংলা ম্যাগাজিনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Back to top button