বাড়ি রাজনীতি আওয়ামী লীগ চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি

0
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হওয়ার আগেই চেয়ারে বসাকে কেন্দ্র করে সকাল নয়টার দিকে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সম্মেলনস্থলের প্যান্ডেলের প্রথম সারিতে চেয়ারে একদল নেতা-কর্মী বসে ছিলেন। সেখানে আরও কিছু নেতা-কর্মী বসতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় সবুজ টুপি পরা একদল লোক সেখানে গিয়ে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহত ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক স্কুলবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান ও ছাত্রনেতা হীরক আহমেদ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা জামাল বলেন, মোহাইমেন, ফিরোজ ও রাজু হাসপাতালে ভর্তি আছেন। তানিম ও হীরক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত ফিরোজ আহম্মেদ বলেন, হামলাকারী ব্যক্তিদের তাঁরা চিনতে পারেননি।

এদিকে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে উপজেলাসহ বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতা-কর্মীরা দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল টাউন ফুটবল মাঠে আসতে শুরু করেছেন। তবে বেলা ১১টা পর্যন্ত অতিথিরা মঞ্চে এসে পৌঁছাননি। সকাল সাড়ে নয়টা থেকে সেখানে চলছে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা।