বাড়ি বাংলাদেশ দুর্ঘটনা তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত

তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত

0
2022 11 06 222246

তানজানিয়ায় লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় রোববার দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

সিএনএন জানায়, বিমানটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। আর দুর্ঘটনার কবলে পড়া বিমানটি প্রেসিশন এয়ারের। এটি তানজানিয়ার সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন বিমান সংস্থা।তানজানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি তানজানিয়ার রাজধানী দার-ই-সালাম থেকে উড্ডয়নের পর অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এরপর এটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, লেকে আছড়ে পড়া বিমানটি প্রায় ডুবে গেছে। শুধুমাত্র উড়োজাহাজটির সবুজ ও ধূসর রঙের লেজটি দেখা যাচ্ছিল।ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান মোতায়েন করা হয়েছে এবং জরুরি সেবার কর্মীরা বিমানে আটকে পড়া অন্য যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

More News