বাড়ি অপরাধ রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে মেরিন ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার

রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে মেরিন ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার

2022 11 01 233536

রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রাব্বি (১৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৩১ অক্টোর) দিনগত রাতে কামরাঙ্গীরচর বেরিবাধ এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী রাব্বিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও কয়েকজনকে পুলিশ ধরার জন্য কাজ করছে।ছিনতাইকারী রাব্বি প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেছেন। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ রবীন্দ্র সরোবরের ভেতরের পায়ে হাঁটার রাস্তা থেকে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন মজুমদারের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ধারণা করেছিল যে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

Exit mobile version