ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার করা হচ্ছে খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেফতার হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেফতার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাংচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ করে কোনো গ্রেফতার হয় না।

শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের  এজিএমে  প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না। খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে অপ্রীতিকর কোনো কিছু ঘটার তথ্য জানা নেই।

গণপরিবহন বন্ধের বিষয়ে তিনি বলেন, সমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। সেটা বাস মালিকদের কিছু দাবি মানার প্রক্রিয়া হিসেবে করেছে। এখন এই সময়ে কেন করেছে সেটা আমাদের জানার বিষয় না। যে কেউ যেকোনো সময় তাদের দাবি-দাওয়া জানাতে পারে। সবকিছুতো সরকারের সাথে পরামর্শ করে করা হয় না।

Exit mobile version