বাড়ি খেলা ক্রিকেট যে কারনে আইসিসির কাছে অভিযোগ করবেন

যে কারনে আইসিসির কাছে অভিযোগ করবেন

যে কারনে আইসিসির কাছে অভিযোগ করবেন

এশিয়া কাপ ক্রিকেট আসরে আফগানিস্তানকে হারানোর পরে তাদের সমর্থকদের হাতে পাকিস্তানের সমর্থকদের মার খাওয়া মেনে নিতে পারছেন না রামিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তারা চুপ করে বসে থাকবেন না। আইসিসির কাছে অভিযোগ করবেন। কারণ, ক্রিকেট ভদ্রলোকের খেলা। সেখানে গুন্ডামির কোনো জায়গা নেই।

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পরে জানা গিয়েছিল, এই ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সে কথাই জানান রামিজ। বলেন, ‘ক্রিকেটে গুন্ডামির কোনো জায়গা নেই। আফগানিস্তানের ক্রিকেটার ও সমর্থকদের উচিত নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখা। দুটি দলই দারুণ লড়াই করেছে। তার পরে এই দৃশ্য দেখতে ভালো লাগে না।

আমরা চুপ করে থাকব না।’ই প্রথম পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকরা হাতাহাতিতে জড়ালেন, তা নয়। এর আগে ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপ ও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দু’দলের মধ্যে খেলার সময় সমর্থকরা ঝগড়ায় জড়ান। বার বার এই ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রামিজ। তিনি বলেন, ‘এটা ক্রিকেটের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। এটা যে প্রথমবার ঘটল, তাও নয়। সবার সেটা লক্ষ্য রাখা উচিত।’সমর্থকরা আক্রান্ত হওয়ার ঘটনায় তারা আইসিসির কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন রামিজ। তিনি বলেন, ‘আমাদের সমর্থকরা সব সময় দলকে সমর্থন করেন।

ক্রিকেটাররাও সমর্থকদের মনে আনন্দ দেওয়ার জন্য খেলে। ওদের সুরক্ষার দায়িত্ব আমাদের। তাই আমরা আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করব।’দলের ক্রিকেটারদের খেলায় খুশি হলেও যেভাবে একের পর এক ক্রিকেটার চোট পেয়েছেন, সেটা মেনে নিতে পারছেন না রামিজ।

দলের ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করতে চান তিনি। রামিজ বলেন, ‘এখন পরিকাঠামো কত উন্নত। তাই ক্রিকেটারদের চোট পাওয়া ক্ষমাহীন অপরাধ। দল দেশে ফিরলে আমি ম্যানেজমেন্টকে এই বিষয়ে প্রশ্ন করব।’

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Exit mobile version