বাড়ি প্রবন্ধ/ নিবন্ধ অধিকার ও মর্যাদা রাজধানীর বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ হাফ পাস চালুর দাবিতে

রাজধানীর বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ হাফ পাস চালুর দাবিতে

0
বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ হাফ পাস চালুর দাবিতে

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর বনানীতে পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা বনানী পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়।

শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।

বাংলা ম্যাগাজিন / এমএ