বাড়ি অপরাধ নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্বামী কারাগারে

নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্বামী কারাগারে

0
নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্বামী কারাগারে

নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের (৪২) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্বামী মামুন হোসেনকে (২২) কারাগারে পাঠানো হয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে শুনানি শেষে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, কলেজশিক্ষক খায়রুন নাহারের চাচাতো ভাই ছবের উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে রোববার সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি।ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মামুনের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জানান, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ দুপুরে মামুনকে আদালতে হাজির করে। সন্ধ্যায় মামুনের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে রোববার এশার নামাজের আগে বাবার বাড়ি এলাকায় আবু বকর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে খায়রুন নাহারকে দাফন করা হয়।

এর আগে নাটোর আধুনিক সদর হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক (আরএমও) সামিউল ইসলাম শান্ত জানিয়েছিলেন, শিক্ষক খায়রুন নাহারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও ভিসেরা রিপোর্ট এলে আরও বিস্তারিত জানা যাবে।