বাড়ি এক্সক্লুসিভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ জনসমুদ্র

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ জনসমুদ্র

14
বিএনপির সমাবেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরপরই আসছে মিছিল। আজ বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে আসা শুরু করেন। দুপুর একটা নাগাদ নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দুপুর ২টায় এ সমাবেশের কাজ শুরু রয়েছে। কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা। সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন।জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমনপীড়নের প্রতিবাদে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দুই দিনের আজ প্রথম দিন।

ইতোমধ্যে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত দুই পাশের রাস্তা দখলে নিয়েছে নেতাকর্মীরা। এ কারণে নয়াপল্টনের দুই পাশের রাস্তায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমনপীড়নের প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির এটি প্রথম। এ সমাবেশটি হবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন নেতারা।

সমাবেশে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।