বাড়ি বিভাগ ঢাকা নয়াপল্টনে নূরে আলমের জানাজা ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ

নয়াপল্টনে নূরে আলমের জানাজা ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ

9
বিএনপির বিক্ষোভ

পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতা-কর্মীরা।ওদিকে পুলিশের গুলিতে নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহতের প্রতিবাদে বিএনপির ডাকা আজ সকাল-সন্ধ্যা হরতাল  দুপুরে প্রত্যাহার করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। জানাজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন এলাকায় জন সমুদ্রে পরিণত হয়। কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। এ সময় ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত এক পাশের রাস্তা বন্ধ রয়েছে। এদিকে ছাত্রদল নেতার জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। 

গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যুবরণ করেন তিনি।