বাড়ি আইন-আদালত ৪ বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন

৪ বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন

0
৪ বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আজ সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।এ নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো আট জন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।রোববার এই বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

More News