আকরাম বিসিবি সভাপতির সঙ্গে কথা বলবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ ছাড়ার ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আকরাম খান।আপাতত পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্তে তিনি এ পদ ছাড়তে চান বলে জানিয়েছেন এই বোর্ড পরিচালক।গতকাল আকরামের স্ত্রী সাবিনা আকরামের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন।

দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব পালন করছেন আকরাম খান। সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার সহধর্মিণী সাবিনা আকরাম জানান, এবার এই দায়িত্ব ছাড়ছেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে নতুন তথ্য জানিয়েছেন আকরাম নিজেই। অবশ্য বিসিবির পদ ছাড়ার বিষয়ে খুব বেশি কথা বলেননি আকরাম।

আজ নিজ বাসায় সাংবাদিকদের সামনে এসে আকরাম বলেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন কাল, ‘পারিবারিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে। গত আট বছর ধরেই ক্রিকেট পরিচালনার সঙ্গে আছি আমি বিসিবিতে। এটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট,আমার যিনি অভিভাবক, গত আট বছর যাঁর থেকে আমি সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি।ওনার সঙ্গে আলাপ করে হয়তো কালকের মধ্যে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব।

আকরাম যোগ করেন, ‘বোর্ড সভাপতির সঙ্গে কথা বলার আগে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কিছু বলতে পারব না। আপনারা এখানে এসেছেন, আপনাদের এটাই বলার আছে।’২০১৪ সালে প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হন আকরাম। তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যদিও মাঝে একবার কিছুদিনের জন্য এই দায়িত্বে ছিলেন না। তবে আবার বসেন একই চেয়ারে।

ক্রিকেট পরিচালনার মতো কমিটিতে থাকতে গেলে ‘শারীরিক ও মানসিক যে শক্তি প্রয়োজন’, সেটার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলেও জানিয়েছেন আকরাম। নাজমুলকে নিজের সিদ্ধান্ত জানাতে ফোন করলেও এখনো যোগাযোগ করতে পারেননি তিনি। গত কিছুদিন ধরেই সমালোচনার তোপে ছিলেন আকরাম খান। হয়তো এই কাজটা ঠিকঠাক উপভোগ করতে পারছিলেন না তিনি। গুঞ্জন আছে, সব মিলিয়ে পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়তে চাইছেন আকরাম। তার আগে কথা বলতে চান পাপনের সঙ্গে।

নাজমুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নতুন মেয়াদে নির্বাচিত হলেও আনুষ্ঠানিক বোর্ড সভা হয়নি এখনো। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো বসবেন তাঁরা।বিসিবির বিভিন্ন স্থায়ী কমিটির পুনর্বিন্যাসও হওয়ার কথা সেখানে, পরিবর্তন আসতে পারে ক্রিকেট পরিচালনা কমিটিতেও। তবে এর আগেই সে কমিটি ছাড়তে নিজের ইচ্ছার কথা জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম।

Exit mobile version