বাড়ি এক্সক্লুসিভ আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন

আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন

1
আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন

ম্যানচেস্টার সিটি এবং বার্সিলোনার আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দেওয়ার ৬ মাসের মধ্যে অবসর নিলেন আগুয়েরো।বুধবার অবসরের এই সিদ্ধান্ত জানানোর সময় কেঁদে ফেলেন এ অসামান্য ফুটবলার। শুরুর দিকে অনেকক্ষণ তিনি কথা বলতে পারেননি। পরে তিনি বলেন, ‌‘এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি এটা জানানোর জন্য যে, আমি আর ফুটবল খেলব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য খুবই কঠিন একটি দিন আজ।’ 

নভেম্বর থেকেই জল্পনা চলছিল যে আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরো শারীরিক অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় জানাতে পারেন। অবশেষে জল্পনার অবসান, অবসর ঘোষণা করলেন ৩৩ বছর বয়সী আগুয়েরো। বুধবার বার্সেলোনার তরফে জানানো হয়েছে যে, আগুয়েরো ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে দেখে করেছিলেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন।

গত ৩০ অক্টোবরে লা লিগায় বার্সিলোনা এবং আলভেসের মধ্যে এক ম্যাচে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‘স্বাস্থ্যের কারণে আমার এই সিদ্ধান্ত,’ জানিয়ে আগুয়েরো বলেন, ‘হাসপাতালে আমাকে পরীক্ষা করার সময় আমাকে বলা হয়েছিল যে, আমি আর কোনোদিন মাঠে নাও নামতে পারি। একজন ডাক্তার সরাসরি আমায় বলেন – অনেক খেলা হয়েছে। আর নয়।’

চিকিৎসকদের সঙ্গে তিনি আলোচনা করেছিলেন যে কিভাবে খেলা চালিয়ে যাওয়া যায়। তবে কেরিয়ার বাঁচাতে গিয়ে জীবনহানি ঘটে যেতে পারে। সেই কারণেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন আগুয়েরো। আগুয়েরোর কেরিয়ার চমকপ্রদ। তিনি তার প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে থেকে যাবেন। আগুয়েরো বার্সার হয়ে মাত্র পাঁচটি খেলায় অংশ নিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল করে ২-১ ব্যবধানে জিতিয়েছিলেন দলকে।

বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পের ফুটবল গ্রাউন্ডের পাশে এ ঘোষণা দেওয়ার সময় উপস্থিত লোকদের মধ্যে ছিলেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। আগুয়েরো বলেন, ‘আমি সবাইকে বলতে চাই, আমি সবসময় আমার সাধ্যমতো চেষ্টা করেছি। ৫ বছর বয়স থেকে আমি ফুটবল খেলার স্বপ্ন দেখেছি। আমি কখনো ভাবিনি আমি ইউরোপে খেলব। আমার কেরিয়ারের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

কেরিয়ারে ৭৮৬ ম্যাচে খেলে তিনি মোট ৪২৭টি গোল করেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আগুয়েরো চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। ২৭৫টি ম্যাচে তিনি ১৮৪টি গোল করেন। কেরিয়ারে মোট ১৮বার তিনি হ্যাট্রিক করেন। প্রিমিয়ার লীগে করেছেন ১২ বার যা এই লীগের রেকর্ড।  ‘আমার কেরিয়ার নিয়ে আমি গর্বিত। আমি ভাগ্যবান যে আমার এই অসুস্থতা এর আগে দেখা দেয়নি। আমি জানি না, ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে। তবে আমি জানি, অনেক মানুষ আমাকে ভালোবাসে, তারা আমার ভালো চায়।’