বাড়ি কৃষি, প্রাণী ও পরিবেশ গুড়ি গুড়ি বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ

গুড়ি গুড়ি বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ

2
গুড়ি গুড়ি বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ

সাঁঝ সকালের মুষলধারে বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। তুমুল বৃষ্টিতে সকাল বেলায় সন্ধ্যার আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে অতিবর্ষণ, অন্যদিকে গণপরিবহন সঙ্কট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি সোমবারও অব্যাহত আছে।টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তবে বৃষ্টির কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছেন কর্মস্থলে যাওয়া মানুষজন।

রোববার থেকে ঢাকায় প্রায় সারাদিনই বৃষ্টি ঝরেছে। কখনো গুঁড়ি গুঁড়ি আবারও কখনো হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়েছে সারারাতেও, যার ধারা আজ অবধি রয়েছে। সোমবার সারাদিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাস্তায় স্বাভাবিকের তুলনায় যানবাহন কম। চলছে এইচএসসি পরীক্ষা, বৃষ্টিতে পরীক্ষার্থীরা পড়েছেন বিপাকে। অনেকে রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।বৃষ্টির কারণে অফিসগামী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। অনেকে রেইনকোট ও ছাতা মাথায় গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বৃষ্টি থেকে অনেকে শরীরের উপরিভাগ রক্ষা করতে পারলেও শরীরের নিচের বাঁচাতে পারেছেন না। কাদা আর পানিতে নিচের অংশ ভিজে একাকার হয়ে গেছে। সকাল থেকে আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়িকে চলতে দেখা গেছে।

গণপরিবহনের পাশাপাশি রিকশা সংকট দেখা দেওয়ায় অনেকেরই অফিসযাত্রা বিলম্বিত ও অনিশ্চিত হয়ে পড়েছে। আর এই সুযোগে যেসব রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলছে সেগুলোও ভাড়া আদায় করা হচ্ছে ইচ্ছেমতো।রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় অনেক অফিসগামী মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।