বাড়ি এক্সক্লুসিভ মালয়েশিয়ান উড়োজাহাজে বোমার খবরে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা

মালয়েশিয়ান উড়োজাহাজে বোমার খবরে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা

0
মালয়েশিয়ান উড়োজাহাজে বোমার খবরে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা

মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা থাকার খবরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই উড়োজাহাজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে বলে ঢাকার শীর্ষ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

উড়োহাজাজের ভেতরে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে।বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বিষয়ে গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিমানটিতে এবং বিমানে থাকা প্রত্যেক যাত্রীকে তল্লাশি করছি। এখন পর্যন্ত বিমানের ভেতরে বোমা বা বোমার মতো কোনো বস্তু পাইনি। অনুসন্ধান প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

এমএইচ-১৯৬ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছে। রাত ১০টার দিকে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায়, ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্ক অবতরণ নেন।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন রাত ১১টার পর বলেন, উড়োজাহাজটি অবতরণের পর বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিস্ক্রীয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি শুরু করেন। এখনও তল্লাশি চলছে।