বাড়ি এক্সক্লুসিভ গভীর রাতে ভবন থেকে পড়ে গুলশানে স্কুলছাত্রীর মৃত্যু

গভীর রাতে ভবন থেকে পড়ে গুলশানে স্কুলছাত্রীর মৃত্যু

2
গভীর রাতে ভবন থেকে পড়ে গুলশানে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর গুলশানে একটি ভবন থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার গভীর রাতে ১২ তলা ভবনের দশম তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ নম্বর বাসার সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে অসাবধনতাবশত রেলিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাকি সানা আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

তবে পরিবারের বরাত দিয়ে পুলিশ বলেছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রাত আড়াইটার দিকে ১০তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে সানা। ভোর সাড়ে চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

সানা রাজধানীর উত্তরার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাবার নাম রেজওয়ান সেলিম। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ১২তলা বাড়ির ১০তলায় বাবা–মায়ের সঙ্গে থাকত সানা। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার বলেন, সানা আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।