বাড়ি অপরাধ একটি খুঁজতে গিয়ে মিলল ১১টি মোটর সাইকেল

একটি খুঁজতে গিয়ে মিলল ১১টি মোটর সাইকেল

একটি মোটরসাইকেলের খোঁজে মিলল ১১ চোর ১০

একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে তা খুঁজতে গিয়ে চুরি হওয়া ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-মো. নাছির, সুমন মিয়া, ওমর সানি, নাঈম, আলমগীর চৌধুরী, মিজান মিয়া, কাউসার মিয়া, হোসেন মিয়া ও নুরুল আমিন চৌধুরী। এদের মধ্যে নাছির মোটরসাইকেল চোরচক্রের ‘মূল হোতা’ বলে জানিয়েছে পুলিশ। আটক হওয়া সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ১১টি মোটরসাইকেল, দুই লাখ ২৫ হাজার টাকা, তিনটি মাস্টার চাবি ও তিনটি কুরিয়ার রশিদ উদ্ধার করা হয়েছে।যশোর, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোরের কেশবপুর থানার একটি মোটরসাইকেল চুরি মামলার তদন্তে নেমে এ চোর চক্রের সন্ধান পায় ডিবি যশোর।

সদর থানা সূত্রে জানা যায়, সম্প্রতি এক ব্যক্তি তাঁর মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ করেন থানায়। এরপর পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধারে কাজ শুরু করে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতাসহ ৯ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য জানান। এ সময় যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এ তথ্য জানান। এ সময় যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version