বাড়ি বিজ্ঞান ও প্রযুক্তি পাসওয়ার্ড বদলানো উচিত

পাসওয়ার্ড বদলানো উচিত

0
পাসওয়ার্ড বদলানো উচিত

কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত? সে তথ্য কি জানেন? আপনার এরকম প্রশ্নের একটু অন্যরকম উত্তর দিলেন গুগলের প্রধান নির্বহিী সুন্দর পিচাই। কতদিন অন্তর পাসওয়ার্ড বদলান তিনি?অনলাইনে একটি পাসওয়ার্ডই যেন সবকিছু। ই-মেইল, ব্যাংকিং, ফেসবুকসহ অনেক অ্যাকাউন্টের নিরাপত্তায় থাকে পাসওয়ার্ড।

সুন্দর পিচাই জানালেন, বারবার পাসওয়ার্ড বদলান না তিনি। বরং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনেই বিশ্বাসী তিনি। এর মাধ্যমে পাসওয়ার্ড দিলেও ফোন নম্বর বা ই-মেইলের মাধ্যমে আসা ওটিপি দিলেই লগ-ইন হয়। বারবার পাসওয়ার্ড বদলানোর থেকে এটিই বেশি কার্যকরী বলে মত তাঁর।বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে সুন্দর পিচাই জানান, আমাকে সব সময় নতুন প্রযুক্তি, সফটওয়্যার ট্রাই করে দেখতে হয়। সেই কারণে নিয়মিত নতুন নতুন ফোন ব্যবহার করতে হয়।

তিনি বলেন, ‘বিভিন্ন কাজে আমার কাছে ২০টি ফোন থাকে। নানা অ্যাকাউন্ট লগ-ইন করতে এসব ফোন ব্যবহার করতে হয়। সবসময় আমি ওটিপি ব্যবহার করি।’তিনি মনে করেন নতুন প্রজন্মের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়াবে প্রযুক্তি। তাই এর সঙ্গে শুরু থেকে তাদের খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন।

More News