বাড়ি বাংলাদেশ রাজধানী বৃষ্টি থাকবে আরও ২ দিন

বৃষ্টি থাকবে আরও ২ দিন

1
বৃষ্টি থাকবে আরও ২ দিন

নিজস্ব প্রতিবেদক : আজ আষাঢ়ের ১৮ তারিখ। অর্থাৎ গত ৩ দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টির কারণে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস।আজ আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম থেকে আসা মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। তার প্রভাবে এমন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এমনটা আরও দুদিন থাকার পর আগামী ৪ জুলাই বৃষ্টি কমে যেতে পারে।

করোনাভাইরাস ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন চলছে। অতি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছে না। উপরন্তু একদিকে আজ শুক্রবার, অন্যদিকে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সবমিলিয়ে রাস্তায় মানুষ নেই বললেই চলে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

More News