বাড়ি খেলা ক্রিকেট হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আশরাফুল- সাকিব

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আশরাফুল- সাকিব

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি আশরাফুল- সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সাকিবের জেমকন খুলনার মুখোমুখি হবে আশরাফুলের মিনিস্টার রাজশাহী। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। খুলনা ও রাজশাহী উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল। জয়ও পেয়েছে দুই দল। খুলনার বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ৯ রান লাগত ঢাকার। আগের ওভারেই তিন ছয়ে ২১ রান তোলা সৈকত আলী ক্রিজে ছিলেন। কিন্তু শেখ মেহেদি হাসানের করা ইনিংসের শেষ ওভারে একটা নো বল হলেও এই রান তুলতে পারেনি ঢাকা। প্রথম ম্যাচে খুলনার জয়টাও ছিল এমন অনাকাঙ্খিত।

অপরদিকে বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২২ রান লাগত খুলনার। উইকেটে ছিলেন অনেকদিন আলোচনার বাইরে থাকা অলরাউন্ডার আরিফুল ইসলাম। সবাইকে তাক লাগিয়ে সেই আরিফুলই মেহেদি হাসান মিরাজের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলেই চার ছক্কা হাঁকিয়ে খুলনাকে জিতিয়ে দেন।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

জেমকন খুলনা সম্ভাব্য একাদশ: 
সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামিম পাটুয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, জহরুল ইসলাম অমি, শহিদুল ইসলাম

Exit mobile version