বাড়ি Bangla News দলীয় পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

দলীয় পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

দলীয় পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

সাতক্ষীরার তালায় দলীয় পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে রিয়াদ হোসেন বাবু (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি তালা উপজেলার হরিসচন্দ্রকাটি গ্রামের শেখ মঞ্জুরুল রহমানের ছেলে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি বিষপান করে আত্মহত্যা করেন বলে জানা গেছে। ফেসবুকে ত্যাড়া মুন্সী বাবু নামে পরিচিত ছিলেন তিনি।

নিহতের চাচা শেখ মেজবর জানান, ‘কি কারণে সে আত্মহত্যা করছে তা আমার জানা নেই।’

এ বিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন, ‘উপজেলা কমিটি মাত্র দুই সদস্যের, সভাপতি এবং সাধারণ সম্পাদক। সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত হওয়ায় উপজেলা কমিটি সেভাবেই আছে। আমরা সম্প্রতি কোন কমিটিও দেইনি, সে কারণে টাকা লেনদেনের কোন প্রশ্নই আসে না।

সে উপজেলা ছাত্রলীগের আগের কমিটিতে ছিল কিন্তু কোন পদে ছিল সেটা বলতে পারবো না। আমার কমিটি আসার পর তাকে ছাত্রলীগে সক্রিয় দেখা যায়নি। তবে সে কেন এ ধরনের স্ট্যাটাস দিল বিষয়টি বুঝতে পারছি না।’

এ ঘটনায় তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি আমরা ধারণা করছি সে পারিবারিক কলাহের জের ধরেই আত্মহত্যা করেছে। বর্তমান লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’

Exit mobile version